আজঃ শুক্রবার ২৭-১২-২০২৪ খ্রিস্টাব্দ || বঙ্গাব্দ
প্রধান শিক্ষক মহোদয়ের বাণী

শিক্ষা, শৃংখলা, সংযম- এই মূলমন্ত্রকে হৃদয়ে লালন করে প্রগতিশীল পৃথিবী গড়ার প্রত্যয়ে  নিয়ে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট এর মাধ্যমে সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। প্রতিষ্ঠানের সকল সদস্য আধুনিক বিজ্ঞান সম্মত তথ্য প্রযুক্তিসমৃদ্ধ ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। এই ধারাকে অব্যাহত রাখতে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় ম্যানজিং কমিটি ও এলকাবাসী সকলের সম্মিলিত প্রয়াস চিরকাল অটুট থাকবে।

পড়ালেখার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর সহপাঠক্রমিক কাজ অত্যন্ত জরুরী। এটা মানুষের মনের সংকীর্নতা ও দৈন্যতাকে দূর করে সাদা মনের অধিকারী করে গড়ে তোলে। শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থী সকলকেই বইপড়ার সুঅভ্যাসটি অর্জন করতে হবে। ডিজিটাল বাংলাদেশ নির্মানে তথ্যপ্রযুক্তির প্রসার ও মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষাদানের ব্যপকতা ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

আশা করছি অত্র বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী পরিপূর্ন অর্থে শিক্ষা গ্রহন করবে এবং জীবনের প্রতিটি পদে তার স্বাক্ষর রেখে যাবে। শিক্ষাদীক্ষা, সাহিত্য সংস্কৃতি, খেলাধুলাসহ, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অত্র প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি প্রতিনিয়ত বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করছি।